মাসুদুজ্জামানের আবৃত্তিসন্ধ্যা ‘সাতরঙ্গ দুপুরের কাব্য’

রাজধানীর বেইলি রোডের নাটক সরণির বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে পরিবেশিত হয় আবৃত্তিশিল্পী মাসুদুজ্জামানের ‘সাতরঙ্গ দুপুরের কাব্য’। বিভিন্ন কবির বাছাই করা ২৭টি কবিতা শনিবার (২২ জুন) সন্ধ্যায় হলভর্তি দর্শক-শ্রোতাদের সামনে তিনি তাঁর আবৃত্তি পরিবেশন করেন। শিল্পীর একক এই আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে স্রোত আবৃত্তি সংসদ।কথামালা ও কবিতার বিষয়বস্তুর পরম্পরায় মাসুদুজ্জামান আবৃত্তি...