অপ্রতিরোধ্য ভারতের জয়গান নাকি ইংলিশদের বাজিমাত?

টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি—নিঃসন্দেহে বিশ্বের অন্যতম সফল দল ভারত। প্রতি বিশ্বকাপেও ফেভারিটের তালিকায় ভারতের নামটি অবধারিত। কিন্তু সেই ভারতই কি না শিরোপা জেতে না দীর্ঘ ১১ বছর! বছরের পর বছর টুর্নামেন্ট খেলে দাপটের সাথে। সেমিফাইনাল-ফাইনালও খেলে। কিন্তু জেতা হয় না আইসিসির শিরোপা। সেই ভারতই উঠেছে আরেকটি বিশ্বকাপের সেমিফাইনালে। এবারের মঞ্চটা টি-টোয়েন্টির। যেখানে প্রতিপক্ষ ইংল্যান্ড। যারাও...