যে কেক খেয়ে মারা গিয়েছিলেন সুইডেনের রাজা

সুইডেনের ‘সেমলা’ বেশ মিষ্টি ও নরম। দেখলে সাধারণ পেস্ট্রি মনে হলেও সেখানকার মানুষ সহজে সেই প্রলোভন উপেক্ষা করতে পারেন না। বিশেষ করে লেন্টের উপবাসের সময়ে তো নয়ই।সেমলার একটা অতীত কলঙ্ক রয়েছে। সেটি নাকি এক রাজার মৃত্যুর কারণ হয়েছিল। তবে সুইডেনে কেউ আর তা নিয়ে মাথা ঘামায় না। কিংবদন্তি অনুযায়ী সুইডেনের রাজা আডলফ ফ্রেডেরিক অতিরিক্ত খাওয়ার কারণে মারা গিয়েছিলেন। সেটা ১৭৭১ সালের কথা। বিশাল ভোজের পর তিনি...